বাজার খরচের বড় টান কাঁচা মরিচে

নিজস্ব প্রতিবেদক
১২ জুলাই ২০২৫


রাজধানী ঢাকাসহ প্রায় সারা দেশে হুঁ হুঁ করে বাড়ছে কাঁচা মরিচের দাম। মাত্র কয়েকদিনের ব্যবধানে অন্তত তিনগুন বেড়েছে এ নিত্যপণ্যের দাম। এতে ভোক্তাদের কাঁচা বাজার খরচের বড় অংশ যাচ্ছে এ মরিচ কিনতে। কয়েকদিন আগেও যে মরিচের দাম ছিল কেজি প্রতি ৮০ থেকে ১২০ টাকা, এখন সেটা মানভেদে বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। দাম বেড়ে যাওয়ার পেছনে টানা বৃষ্টিকে দুষছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, বৃষ্টির কারণে সরবরাহ কমে গেছে। কিন্তু চাহিদা আগের মতোই থাকায়  অস্বাভাবিক বেড়েছে দাম। বৃষ্টি কমে গেলে মরিচের দাম আবারও কমে আসবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।



এদিকে আষাঢ়ের বৃষ্টিপাতের প্রভাব পড়েছে সবজি বাজারেও। কয়েক সপ্তাহ  দরে  বাড়তি দাম যাচ্ছে সব ধরণের সবজি। ব্যবসায়ীদের ভাষ্য হচ্ছে, বৃষ্টিপাতের কারণে উৎপাদন ব্যহত হচ্ছে। সরবরাহ কমেছে। বিপরীতে দাম বাড়ছে।  এছাড়া অনেক সবজির মৌসুম শেষ হয়েছে। সবমিলিয়ে দাম বেড়েছে। নতুন করে সবজির মৌসুম শুরু হলে সরবরাহ বাড়বে, তখন কমে আসবে সবজির দাম।



রাজধানী ঢাকার বিভিন্ন বাজারের তথ্য বলছে, কাঁচা মরিচের দাম বৃদ্ধির আগে খুচরা দোকানীরা ১৫/২০ কেজি হারে কাঁচা মরিচ পাইকারি এনে বিক্রি কিনতেন। এখন অতিরিক্ত দামের কারণে সেই বিক্রেতাই মাত্র / কেজি মরিচ কিনে বিক্রি করছেন।



ক্রেতা যেন হাতছাড়া না হয়, তাই স্বল্প পরিমাণে তাদের যোগান দিচ্ছেন এ পন্য। কেননা পচনশীল এ পন্য বৃষ্টির পানিতে ভিজলে তাড়াতাড়ি পঁচে যায়, এতে দাম বেশি হওয়ায় লোকসান বড় হওয়ার আশঙ্কা থাকে।

ক্রেতারা বলছেন, আষাঢ় মাসের প্রায় প্রথম সপ্তাহ থেকে সবজির দাম বাড়ছে। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে সাড়ে ৩০০ থেকে ৪০০ টাকায়। দীর্ঘদিন কাঁচা মরিচের এতো দাম দেখা যায়নি। চাহিদা বেশি থাকলেও কোনো মতে টেনেটুনে দিন পার করার জন্য ২৫০ গ্রাম কাঁচা মরিচ কিনলাম ১০০ টাকায়।



শুক্রবারে (১১ জুলাই) রাজধানী ঢাকার বাজার দর বলছে, প্রতি কেজি করলা ৬০ থেকে ৭০ টাকায়, মিষ্টি কুমড়া ৪০ টাকা, কচু ৬০ টাকা, পটল ৬০ থেকে ৭০ টাকা, গাঁজর ১৫০ টাকা, টমেটো ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। 


 

এছাড়া প্রতি কেজি চিচিঙ্গা ৬০ টাকায়, ধন্দুল ৭০ টাকা, বরবটি ৮০ টাকা, ঢেঁড়স ৬০ থেকে ৭০ টাকা, শসা  ৭০ টাকায় বিক্রি হচ্ছে।  লাউ প্রতিটির দাম  ৬০ থেকে ৭০ টাকা।

 

বিডি২৪অনলাইন/ইএন/এমকে



মন্তব্য
জেলার খবর