বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর মার্কিন প্রশাসনের আরোপিত শুল্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর কমে আসবে বলে আশা করছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, বুধবার (৯ জুলাই) বাণিজ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্র মিটিং করবেন। আলোচনায় যা-ই হোক, তার পরিপ্রেক্ষিতে পদক্ষেপ নেওয়া হবে।
মঙ্গলবার (৮ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান অর্থ উপদেষ্টা। অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, আশা করি বুধবারের আলোচনা ফলপ্রসূ হবে। ৬ জুলাই আলোচনা হয়েছে, সেটা মোটামুটি ভালো হয়েছে। ওয়ান টু ওয়ান নেগোসিয়েশনের জন্যই ইউএসটিআরের সঙ্গে কথা বলা হচ্ছে বলেও জানান তিনি।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের মাত্র পাঁচ মিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি রয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, ভিয়েতনামের সঙ্গে এ ঘাটতি ১২৫ বিলিয়ন ডলার। তাদের ব্যাপারে কনসিডার করেছে। আমাদের এত কম বাণিজ্য ঘাটতি থাকলেও এত শুল্ক দেওয়ার যৌক্তিকতা থাকে না বলেও মনে করেন তিনি।
বিডি২৪অনলাইন/এনই/এমকে