বছরের সর্বোচ্চ লেনদেন

নিজস্ব প্রতিবেদক
১০ জুলাই ২০২৫

 

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)  বুধবার (৯ জুলাই) ৬৯০ কোটি টাকা লেনদেন হয়েছে। সেই সঙ্গে বেড়েছে সূচক এবং বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। এ দিনের লেনদেনের পরিমাণ চলতি বছরের মধ্যে এখন পযন্ত সর্বোচ্চ। যদিও এ নিয়ে তৃতীয়বারের মতো ৬০০ কোটি টাকার লেনদেনের মাইলফলক ছুঁয়েছে ডিএসই।

 

প্রাপ্ত তথ্যানুযায়ী, বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ৫৩ পয়েন্ট, শরিয়াভিত্তিক ডিএসইএস ১০ এবং বাছাই করা কোম্পানির ব্লু-চিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ১৮ পয়েন্ট করে। লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৭৩, বিপরীতে কমেছে ৭৮টির। আর দর অপরিবর্তিত থাকে  ৪৬ কোম্পানির।

ক্যাটাগরি ভিত্তিক এ, বি এবং জেড তিন ক্যাটাগরিভুক্ত কোম্পানির শেয়ারের দামও বেড়েছে এদিনে। এ ক্যাটাগরিতে থাকা ২১৭ কোম্পানির মধ্যে  দর বৃদ্ধি হয়েছে ১৪৭ কোম্পানির, বিপরীতে কমেছে ৪৪ এবং অপরিবর্তিত আছে ২৬ কোম্পানির।

এদিকে অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জেও ঢাকার মতো সূচকের উত্থান হয়েছে, সার্বিক সূচক ১২৯ পয়েন্ট বেড়েছে। শেয়ার লেনদেন হওয়া ২৩৩ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫১ কোম্পানির, কমেছে ৪৮ এবং অপরিবর্তিত আছে ৩৪ কোম্পানির।৪৮ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে এদিনে।

 

বিডি২৪অনলাইন/ ইএন/এমকে



মন্তব্য
জেলার খবর