পাবনার চাটমোহরে গুমানী নদী থেকে এক কন্যাশিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যার দিকে কাটেঙ্গা নদীপাড়া এলাকায় লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। শিশুটির নাম ও পরিচয় সম্পর্কে কিছুই জানাতে পারেনি কেউ।
পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা বলছেন, ধারণা করা হচ্ছে ৫/৬ দিন আগে শিশুটির মৃত্যু হয়েছে। তার গায়ে পোকা ধরে গেছে। চাটমোহর উপজেলার সীমানার উজানের কোনো এলাকায় বাড়ি হতে পারে তার। পানিতে ভাসতে ভাসতে চাটমোহর উপজেলার সীমানায় চলে এসেছে। পানিতে ডুবেও তার মৃত্যু হতে পারে। তার পরিচয় এখনো পাওয়া যায়নি।
পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা আরও বলছিলেন, যেখান থেকে লাশটি উদ্ধার করা হয়েছে, তার আশেপাশের ও উজানের কয়েক গ্রামে খোঁজ-খবর নেওয়া হয়েছে। কিন্তু সেসব গ্রামের কোনো মেয়ে পানিতে ডুবে মারা যায়নি বা কেউ নিখোঁজও হয়নি।
এলাকাবাসী জানায়, শিশুটির পরনে লাল রঙের পায়জামা এবং লাল সবুজ রঙের কামিজ ছিল। তার বয়স আনুমানিক ৫/৬ বছর। লাশ উদ্ধারের পর পুলিশের তাদের আইনগত দিক থেকে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেছে বলে থানা সূত্রে জানা গেছে।
বিডি২৪অনলাইন/সি/এমকে