শায়েস্তা করতে প্রতিবাদী ৫ যুবকের নামে গণধর্ষণ মামলা

সম্রাট হোসাইন,পঞ্চগড়
০৭ জুলাই ২০২৫

 পঞ্চগড় সদর উপজেলার জগদল এলাকার স্থানীয় যুবককের নামে থানায় গণধর্ষণ মামলা হওয়া নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, মামলার বাদীর সঙ্গে স্থানীয় আইবুল ইসলাম নামের এক লোকের বিয়ে বহিঃভূত  সম্পর্ক রয়েছে। সম্প্রতি ওই ৫ যুবক তাদের ‘বিশেষ সম্পর্ক’ হাতেনাতে ধরে ফেলায় তাদের শায়েস্তা করতেই এ মামলা করা হয়েছে। এ মামলার  সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে শাস্তির দাবী জানিয়েছেন স্থানীয়রা।

এদিকে মামলার পর পুলিশ অভিযুক্তদের মধ্যে ৪ যুবককে আটক করেছে। তারা হচ্ছে- জগদল গোয়াল পাড়া এলাকার জনি ইসলাম, বিপ্লব হোসেন ও মোকছেদুল ইসলাম,সাদেকুল ইসলাম

খলিলুর রহমান, মোছা.আলেয়া বেগম, মনোয়ারা বেগম, রওশন আরাসহ স্থানীয় অনেকেই জানান, সতরং পাড়া এলাকার আইবুল ইসলাম গোয়াল পাড়ায় একটা বাড়ি কিনে সেটা ভাড়া দেন। সেই বাড়িতে ভাড়াটিয়া ছিলেন রুবেল দম্পতি। আইবুলের সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পরে রুবেল স্ত্রী। এতে পরিবারে অশান্তি সৃষ্টি হলে রুবেল কয়েক মাস আগে বাড়ি থেকে চলে যায়।

এদিকে বাসা পরিবর্তন করলেও আইবুলের সঙ্গে ওই নারীর অনৈতিক সম্পর্ক থেকেই যায়। গত ২২ জুন অনৈতিক কাজের সময় ওই ৫ যুবকসহ স্থানীয় লোকজন তাদের আটক হয়। এ নিয়ে রাতেই স্থানীয় ইউপি সদস্যসহ স্থানীয়রা বৈঠক করে। নারীর কোন অভিযোগ না থাকায় স্থানীয়দের কাছে ক্ষমা চায় আইবুল ইসলাম। পরে আইবুল ওই নারীকে জেমজুট এলাকায় ভাড়া বাড়িতে রাখেন।  

এলাকাবাসী বলছে, আইবুলের বিরুদ্ধে কথা বলায় শায়েস্তা করতেই এ মামলা করানো হয় ওই নারীকে দিয়ে। আইবুল সাতমেরা সতরং পাড়া এলাকার মৃত আফিজ উদ্দিনের ছেলে। সেখানে তার স্ত্রী, সন্তানও রয়েছে।

 

জগদল বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন দুলু বলেন, আইবুলকে অনৈতিক কাজে আটকের শালিসে আমিও ছিলাম। লোক এর আগেও এমন ঘটনা ঘটিয়েছে। স্থানীয় যুবকরা অনৈতিক কাজে আইবুলকে আটক করার কারণেই তাদের গণধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছে। আইবুলসহ মামলার বাদী ওই নারীর বাবা আমাকে আপোষ করে দেওয়ার কথাও বলেছেন। আমি সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিচারের দাবী জানাচ্ছি।

 

সংশ্লিষ্ট ইউপি সদস্য মো.বেলাল হোসেন বলেন, গত কয়েক দিন আগে ওই নারীর সাথে আইবুলকে অনৈতিক কাজে আটক করা হয়। আমি এসে শালিসের কথা বলে ঘর থেকে তাদের বের করে দেই। রাতে স্থানীয় লোকজন বিএনপি নেতাদেরসহযোগিতায় শালিস হয়। শালিসে এবারের মতো ক্ষমা চায় আইবুল। আমরা তাকে বলেছি বাড়িতে থাকতে হলে স্ত্রী ও সন্তান নিয়ে থাকতে হবে তাকে।

 

 

বিডি২৪অনলাইন/সি/এমকে



মন্তব্য
জেলার খবর