শ্রীবরদী সরকারি কলেজের নয়া অধ্যক্ষ ফরহাদ আলী

রিয়াদ আহাম্মেদ, শ্রীবরদী থেকে
০৪ জুলাই ২০২৫

শেরপুরের শ্রীবরদী সরকারি কলেজে অধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন কলেজটির দর্শন বিভাগের অধ্যাপক মো. ফরহাদ আলী। বুধবার ( জুলাই) মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে। এদিকে জনপ্রিয় শিক্ষক অধ্যক্ষ পদে নিযুক্ত হওয়ায় কলেজের শিক্ষার্থীদের মধ্যে খুশির বন্যা বইছে।

১৬তম বিসিএসের (সাধারণ শিক্ষা ক্যাডার) মাধ্যমে ১৯৯৬ সালে ফেনীর পরশুরাম সরকারি কলেজে প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন ফরহাদ আলী। শ্রীবরদী সরকারি কলেজ তার পঞ্চম কর্মস্থল, ২০০৯ সাল থেকে এ কলেজেই কর্মরত আছেন।

এক প্রতিক্রিয়ায় অধ্যাপক মো. ফরহাদ আলী বলেন, ‘শিক্ষা ক্যাডারে সবারই সুপ্ত বাসনা থাকে অধ্যক্ষ হওয়ার। আমি হতে পেরেছি। এটা আমার জন্য আনন্দের। আগেও মেলান্দহ সরকারি কলেজে দেড় বছর ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছি। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে যতদিন কলেজে থাকব, নিজের প্রতিষ্ঠান মনে করেই উন্নয়নের চেষ্টা করব।

অধ্যাপক ফরহাদ আলী আগামী মঙ্গলবার অধ্যক্ষ পদে যোগদান করবেন বলে কলেজ সূত্রে জানা গেছে।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে



মন্তব্য
জেলার খবর