আদানির বিদ্যুৎ আমদানির সব বকেয়া পরিশোধ

নিজস্ব প্রতিবেদক
০২ জুলাই ২০২৫

ভারতের আদানি পাওয়ার থেকে বিদ্যুৎ আমদানি সংক্রান্ত সব বকেয়া- ৪৩৭ মিলিয়ন মার্কিন ডলার গেল ‍জুন মাসে পরিশোধ করে দিয়েছে বাংলাদেশ সরকার। পরিশোধের এ অঙ্ক এককালীন সর্বোচ্চ। এর মধ্য দিয়ে আগের সব বকেয়া, বিদ্যুৎ সঞ্চালন ব্যয় এবং বিদ্যুৎ ক্রয়চুক্তি সংশ্লিষ্ট যাবতীয় বিষয় মীমাংসা হয়ে গেছে।  ভারতের সংবাদ সংস্থা পিটিআই তাদের এক খবরে এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, এখন বাংলাদেশের আর কোনো বকেয়া নেই। উল্টো দুই মাসের বিলের সমপরিমাণ এলসি এবং সব বকেয়ার জন্য সার্বভৌম গ্যারান্টিও দিয়ে রেখেছে বাংলাদেশ।

ভারতের আরেক সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের খবরে বলা হয়েছে বর্তমানে আদানি পাওয়ারের বিল নিয়মিতই পরিশোধ করছে বাংলাদেশ। পরিশোধসংক্রান্ত বিষয়গুলো সমাধান হওয়ায় ঝাড়খণ্ড কেন্দ্রের দুটি ইউনিট থেকেই নির্ধারিত হারে বিদ্যুৎ সরবরাহ চালু রাখতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

 

বিডি২৪অনলাইন/ইএন/এমকে



মন্তব্য
জেলার খবর