পাবনায় হাসপাতালের ৯ দালালকে কারাদন্ড

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
২৯ জুন ২০২৫


পাবনা মানসিক হাসপাতাল থেকে আটক ৯ দালালকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শনিবার (২৯ জুন) পাবনা জেলা প্রশাসনের সহকারি কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুরাদ হোসেন দন্ডাদেশ দেন।

আটক ওই ৯ জন হাসপাতালটিতে চিকিৎসা ভর্তি হতে আসা রোগীদের কাছ থেকে টাকা আদায়সহ হয়রানি করতে। ভ্রাম্যমাণ আদালতের কাছে নিজেদের দোষ স্বীকার করায় তাদের এ দন্ড দেওয়া হয়।

দন্ডিতরা হলেন- পাবনা সদর উপজেলার কিসমত প্রতাপপুর গ্রামের মুকাররম, জহুরুল ইসলাম,  ইসলামপুর গ্রামের হালিম, মানিক মণ্ডল, হেমায়েতপুর গ্রামের শফিকুল, ছাবিত,  মুন্নাফ, বুদেরহাট গ্রামের জুয়েল ও চাপাইনবাবগঞ্জের আলমগীর হোসেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাবনা জেলা প্রশাসনের নির্দেশনায় পাবনার বিভিন্ন হাসপাতালে দালাল মুক্ত করার লক্ষ্যে শনিবার (২৯ জুন) সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত  বিশেষ অভিযান পরিচালিত হয়। এনএসআই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযানে নামে জেলা প্রশাসন। অভিযানে হাসপাতাল থেকে ওই জনকে আটক করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, হাসপাতালকে দালালমুক্ত রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে।

 

বিডি২৪অনলাইন/এফ.এম. আবুজর/ সি/এমকে



মন্তব্য
জেলার খবর