১৮ কোটি মানুষ আ.লীগকে চায় না: বিএনপি মহাসচিব

নিজস্ব প্রতিবেদক
১০ মে ২০২৫


দেশের ১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না। তারা দেশে ফ্যাসিবাদ বাকশাল কায়েম করেছে। শনিবার (১০ মে) চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ডে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ছাত্রদলের উদ্যোগে তারুণ্যের সমাবেশে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতীয় ঐক্যের ডাক দিয়ে মির্জা ফখরুল বলেন, আজকে এখানে সমাবেশ করছি। আরেকটা সমাবেশ হচ্ছে নিউ মার্কেট, আরো ঢাকায়। দাবিটা আওয়ামী লীগ নিষিদ্ধ করা।

সব চক্রান্ত ষড়যন্ত্র ব্যর্থ করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে দেশের তরুণদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। বলেন, তরুণরা ব্যবসা চাকরি চায়, তরুণ সমাজ শিক্ষাপ্রতিষ্ঠানে শান্তি চায়। একটা গণতান্ত্রিক দেশ চায়, যে যার কথা বলবে। সে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই আমরা। আজকে তারুণ্যের সমাবেশের একটা উদ্দেশ্য, তরুণরা আবার জেগে উঠো। সব চক্রান্ত ষড়যন্ত্র ব্যর্থ করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

 

বিডি২৪অনলাইন/আরডিএন/এমকে

 

 



মন্তব্য
জেলার খবর