আ.লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন চলছে

নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ

নিজস্ব প্রতিবেদক
০৯ মে ২০২৫


আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে। বিষয়টি সপ্তাহ খানেক আগে থেকেই প্রসেস করে সব ফরমালিটি শেষ করে এখন চূড়ান্ত পর্যায়ে আছে।

বৃহস্পতিবার ( মে) রাতে ফেসবুকে এক পোস্ট দিয়ে বিষয়টি জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে ছাত্র-জনতা, বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি। বৃহস্পতিবার রাতে রাজধানী ঢাকায় এ নিয়ে বিক্ষোভ হয়েছে।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ (শুক্রবার) বাদ জুমা বড় জমায়েতের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। রাজধানী ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশে ফোয়ারার সামনে জমায়েত হবে।

শুক্রবার ( মে) সকালে যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান বিক্ষোভ কর্মসূচি থেকে জমায়েতের ডাক দেওয়া হয়। পরে যমুনার সামনে সংবাদ সম্মেলন করা হয়।

হাসনাত বলেন, সার্ক ফোয়ারার সামনে মঞ্চ নির্মাণ শুরু হয়েছে। বাদ জুমা সেখানে জনসমুদ্র হবে। আজকেই তারা বুঝতে পারবেন- কারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়।

ওদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বৃহস্পতিবার রাত ১০টা থেকে বিক্ষোভ শুরু হয়। সেই বিক্ষোভ এখনো চলছে। সকালে বিক্ষোভ কর্মসূচিতে জামায়াতের নেতাকর্মীরাও যোগ দেন।

ওদিকে বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে বিক্ষোভ চলাকালে সংক্ষিপ্ত বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, অন্তর্র্বতী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। সরকারের বাইরে ভেতরে আমরা  সেই দাবি বলেছি। কিন্তু আজকে মাস পরেও আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য  আবার রাজপথে নামতে হয়েছে আমাদের।

বৃহস্পতিবার রাতে এনসিপির পাশাপাশি বিভিন্ন সংগঠন- হেফাজতে ইসলাম, এবি পার্টি, ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরাও বিক্ষোভে অংশ নিয়েছেন। এমন পরিস্থিতিতে দেশের মানুষের কৌতুহল বাড়ছে- আদৌও আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে কিনা, কিংবা নিষিদ্ধ হওয়ার ঘোষণা কখন আসবে।

 

 

বিডি২৪অনলাইন/এনআরডি/এমকে



মন্তব্য
জেলার খবর