পঞ্চগড় চিনিকলে পিতলের প্রায় দেড়শ’ কেজি পাইপ চুরি করে পালানোর সময় দুইজনকে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। সোমবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টায় মিলগেটের দক্ষিন গেটে এ ঘটনা ঘটে।
আটক দুজন হলো- পূর্ব শিকারপুর এলাকার তসলিম উদ্দিনের ছেলে তারিকুল ইসলাম ও একই এলাকার অটো চালক আজাদ। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে চিনিকলের দক্ষিণ প্রাচীরের পাশের সড়কে অটোগাড়িতে পিতলের পাইপ লোড হচ্ছিল। স্থানীয় নুরুজ্জামান বুলেট নামে একজনকে দেখে পালিয়ে যাওয়ার করলে অটো চালককে আটক করা হয়। অটো চালকের কথা অনুযায়ী স্থানীয়রা তারিকুল ইসলামকে তার বাড়ির পাশ থেকে ধরে আনেন। পরিস্থিতি উত্তপ্ত হলে প্রথমে পুলিশ ঘটনাস্থলে যায়, কিন্তু তারা সামলাতে না পারলে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিরুল্লা বলেন, চুরির মালামাল জব্দ করে অটোগাড়ি থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধ আইনগত ব্যবস্থা নেওয়া হবেও জানিয়েছেন তিনি।
বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে