পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলা বিএনপির মতবিনিময় সভা হয়েছে। শুক্রবার (৩০ আগষ্ট) বিকালে বুড়াবুড়ি ইউনিয়নের নাওয়াপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ মতবিনিমিয় সভা হয়।
উপজেলা বিএনপির আহবায়ক শাহাদাৎ হোসেন রঞ্জুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব রেজাউল করিম শাহীনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন, মতবিনিময় সভার প্রধান অতিথি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির, পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু,যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আদম সূফি,অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, এম এ মজিদ,সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রীনা পারভীন প্রমুখ। সভায় জেলা ও উপজেলা বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে