কালো টাকা সাদা করার সুযোগ বন্ধের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
২৯ অগাস্ট ২০২৪

দেশে কালো টাকা সাদা করার বিধান বন্ধ করার সিদ্ধান্ত  হয়েছে। বৃহস্পতিবার (২৯আগস্ট)অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

 রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শেষে বিষয়টি সাংবাদিকদের জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন,  অর্থপাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে।

উপদেষ্টা সৈয়দা বলেন,  কালো টাকা সাদা করার যে বিধি রীতি সেটা বন্ধ করে দেওয়া হবে- এ সিদ্ধান্ত হয়েছে। এখানে সরকার যে টাকা আনতে পারে, সেটা দিয়ে সরকারের খুব আগায় না। তবে মূল্যবোধটা বেশি অবক্ষয় হয়। তাই এটার বিরুদ্ধে স্পষ্ট সিদ্ধান্ত হয়েছে।

গত ২৭ আগস্ট রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর সদরদপ্তরে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেন এনবিআর কর্মকর্তারা। সেখানে কালো টাকা সাদা করার সুবিধা বাতিলের সুপারিশ করেন তারা।

চলতি ২০২৪২৫ অর্থবছরের বাজেটে সম্প্রতি পতন হওয়া শেখ হাসিনার সরকার ১৫ শতাংশ কর দিয়ে কালো টাকা বৈধ করার নিয়ম রাখে।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর