রিজার্ভ বাড়াতে উন্নয়ন অংশীদার সঙ্গে আলোচনা করবো: নতুন গভর্নর

নিজস্ব প্রতিবেদক
১৪ অগাস্ট ২০২৪

রিজার্ভ সংকট আছে, সংকট ওভারনাইট যাবে না উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর . আহসান এইচ মনসুর বলেছেন,   রিজার্ভ বাড়াতে ডেভেলপমেন্ট পার্টনারদের (উন্নয়ন অংশীদার) সঙ্গে আলোচনা করবো। তবে অযৌক্তিক পর্যায়ে বাজারে ডলার সরবরাহ কমিয়ে দেওয়া হবে না।

বুধবার (১৪ আগস্ট) সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবেএসব কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

রিজার্ভ প্রসঙ্গে নতুন গভর্নর আরও বলেন,  আমাদের হিসাব করতে হবে, কতখানি সাপ্লাই দিতে পারি বাজারে। যেটুকু মিনিমাম সেটুকু রাখতে হবে।

তিনি বলেন, এটা (বৈদেশিক মুদ্রার সরবরাহ) অযৌক্তিক লেভেলে কমিয়ে দিলে বাজারে কনফিডেন্সের অভাব হবে। সেটাকে রেখে কতখানি ম্যাক্সিমাম সাপ্লাই দেওয়া যায় আমদানি বাড়ানোর ব্যাপারে অথবা কিছু পেমেন্ট যেগুলো হয়ে গেছে, সেগুলো  দিতে হবে। কারণ পরবর্তী সময়ে তার কাছ থেকে আমদানি করতে হলে কিছু পেমেন্ট দিতে হবে।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর