বন্ধুত্ব ঠিক রেখে বিচ্ছেদে গেলেন শুভ-অর্পিতা

নিজস্ব প্রতিবেদক
০১ অগাস্ট ২০২৪

দাম্পত্য সম্পর্ক বিচ্ছেদ ঘটালেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক আরিফিন শুভ ফ্যাশন ডিজাইনার অর্পিতা সমাদ্দার। বুধবার (৩১ জুলাই) রাতে সামাজিক মাধ্যমে এক পোস্টে সেটা জানা দিয়েছেন শুভ।

পোস্টে উল্লেখ করা হয়েছে, গত ২০ জুলাই বন্ধুত্বটুকু নিয়ে দুইজনের সম্মতিতে বাকী জীবন নিজেদের মতো করে বাঁচার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

কলকাতার মেয়ে অর্পিতার সঙ্গে ২০১৫ সালের ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসেন আরিফিন শুভ।

বিয়ে বিচ্ছেদের বার্তা দিয়ে আরিফিন শুভ পোস্টে লিখেছেন, আমি আর অর্পিতা আমরা হয়তো বন্ধু হিসাবেই ঠিক আছি, জীবনসঙ্গী হিসেবে নয়। অনেক চড়াই-উৎরাইয়ের পরও অর্পিতা আমার এবং আমার মায়ের জন্য যা করেছেন, সেটার জন্য তার প্রতি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী।

মা চলে যাওয়ার পর জীবনটা একেবারেই শূন্য হয়ে গেছে বলে মনে করছেন শুভ। তিনি বলেন, আমি বিশ্বাস করি আপনাদের দোয়া ভালবাসা আমার সঙ্গে আছে। আর এনিয়ে বাকী জীবনটা সুন্দর সুস্থভাবে বাঁচতে পারব।

 

বাংলাদেশ২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর