কিশোরগঞ্জে হাওরে সোতিবাঁধ অপসারণ, দুইজনকে জরিমানা

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৫ জুন ২০২৪


কিশোরগঞ্জের কটিয়াদীর  করগাঁও হাওর শিমুহা নদীতে থাকা দুটি সোতিবাঁধ অপসারণ করা হয়েছে। ৩টি বেড় জাল, ২৫টি কারেন্ট জাল ও ৩৫টি ম্যাজিক জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ সময় দুইজনকে জরিমানা করা হয়েছে।

 

উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) তামারা তাসবিহা সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সোতিবাঁধ দুটি অপসারণ ও জালগুলো জব্দ করেন। একই সঙ্গে দুইজনকে জরিমানার আদেশ দেন।

 

মাছের প্রজনন মৌসুমে হাওর অঞ্চলে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন উপস্থিত ছিলেন।

 

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন জানান, মৎস্য সম্পদ রক্ষায় উপজেলাব্যাপী   ধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

 

বিডি২৪অনলাইন/মাহবুবুর রহমান/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর