শেরপুরের নকলায় প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। বুধবার (৫ জুন) সকালে উপজেলার গৌড়দ্বার এলাকায় ঢাকা-শেরপুর বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রাশেদুল ইসলাম রাসেল (২৯), তিনি শেরপুর সদর উপজেলার কুচুরাকান্দা এলাকার বাসিন্দা ছায়েদুল হকের ছেলে। ঢাকার একটি টেক্সটাইল কোম্পানিতে চাকরি করতেন তিন।
রাসেলের চাচা জানান, ভোরে ঢাকা থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন রাসেল। পথে নকলা গৌড়দ্বার বাজারে প্রাইভেট কারের সঙ্গে তার মোটর সাইকেলের সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া জানান, মোটরসাইকেল ও প্রাইভেট কার পুলিশের হেফাজতে রাখা হয়েছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি২৪অনলাইন/রেজাউল হাসান/সি/এমকে