সোনালী ব্যাংক থেকে টাকা লুট হয়নি: সিআইডি

নিজস্ব প্রতিবেদক
০৩ এপ্রিল ২০২৪

বান্দরবানের রুমা উপজেলার সোনালী ব্যাংকে হামলা চালালেও ভল্টে থাকা টাকা লুট করতে পারেনি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)

চট্টগ্রাম পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) মো. শাহনেওয়াজ খালেদ বুধবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

শাহনেওয়াজ খালেদ বলেন, আমরা চাবি দিয়ে ভল্ট খুলে ভেতরে থাকা সব টাকা-পয়সা পরীক্ষা-নিরীক্ষা করেছি। ভল্টে এক কোটি ৫৯ লাখ ৪৬ হাজার টাকা রক্ষিত ছিল। পুরো টাকাটাই ভল্টে রয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে ঘটনার পর খবর ছড়িয়ে পড়ে- ঈদুল ফিতরের বেতন-বোনাস হিসেবে যেসব টাকা এ শাখায় এসেছিল, কেএনএফের সশস্ত্র সদস্যরা ভল্ট ভেঙে সেই টাকা লুট করে নিয়ে গেছে। এ টাকার পরিমাণ দেড় কোটি টাকা হতে পারে।

পুলিশ ব্যাংক সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, ওই সময় কেএনএফের প্রায় এক সশস্ত্র সদস্য ব্যাংকে হামলা চালায়। তারা ব্যাংক ম্যানেজারকে অপরহণ করে নিয়ে যায়। তার আগে ব্যাংকের নিরাপত্তায় দায়িত্বরত পুলিশ আনসার সদস্যদের কাছ থেকে অন্তত ১৪টি অস্ত্র কয়েক রাউন্ড গুলি লুট করে।

এদিকে বুধবার দুপুরের দিকে থানচি উপজেলায় সোনালী ব্যাংক কৃষি ব্যাংকে লুটপাটের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সশস্ত্র সন্ত্রাসীরা ট্রাকে আসে সেখানে। এরপর বাইরে ফাঁকা গুলি চালিয়ে ব্যাংকে প্রবেশ করে। ১৬ ঘণ্টার মধ্যে একই জেলার দুই উপজেলার লুটপাটের ঘটনায় সোনালী ব্যাংকের সব শাখার লেনদেন স্থগিত করা হয়েছে।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর