সিরিয়ায় ইরানের দূতাবাসে ইসরায়েলের হামলা, নিহত কমপক্ষে ৮

আন্তর্জাতিক ডেস্ক
০২ এপ্রিল ২০২৪

সিরিয়ার রাজধানী দামাসকাসে থাকা ইরানের দূতাবাসে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। সোমবার ( এপ্রিল) এ হামলায় কমপক্ষে জন নিহত হয়েছেন। এর মধ্যে ইরানের বিপ্লবী গার্ডের জ্যেষ্ঠ এক কমান্ডার রয়েছেন।  খবর বার্তাসংস্থা রয়টার্স।

খবরে বলা হয়েছে, হামলায় ইরানি কনস্যুলেটের ভবনটি পুরোপুরি ধসে গেছে। সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা যায়। নিহত কমান্ডারের নাম মোহাম্মদ রেজা জাহিদী।

এদিকে  এ হামলার ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি দখলদার ইসরায়েল। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি হামলায় ইরানের কনস্যলেট ভবনটি পুরোপুরি ধসে গেছে। ভবনের ভেতর অবস্থানরত সবাই আহত অথবা নিহত হয়েছেন।

ওদিকে হামলা চালানো ভবনে না থাকায় সিরিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত হোসেন আকবারি এবং তার পরিবারের কোনো সদস্য হামলায় আক্রান্ত হননি।

গত অক্টোবরে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের মধ্যে যুদ্ধ বাঁধার পর এটিই সিরিয়ায় ইসরায়েলের চালানো বড় হামলা

 

বিডি২৪অনলাইন/আই/এমকে


মন্তব্য
জেলার খবর