২৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮১ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক
৩১ মার্চ ২০২৪

চলতি মার্চ মাসের প্রথম ২৯ দিনে দেশে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১৮১ কোটি ৫১ লাখ মার্কিন ডলার। এর মধ্যে বেশিরভাগই এসেছে বেসরকারি ব্যাংকের মাধ্যমে।

২৯ দিনের এ রেমিট্যান্সকে বাংলাদেশি মুদ্রায় বিনিময় করলে (প্রতি ডলার ১১০ টাকা রে)  টাকার পরিমাণ দাঁড়ায় ১৯ হাজার ৯৬৬ কোটি টকা। রোববার ( ৩১ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের রেমিট্যান্স সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে।

 

প্রতিবছরই রমজান ও ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রবাসী বাংলাদেশিরা পরিবারের জন্য অন্য মাসের তুলনায় বেশি আয় পাঠায়। তাই এ সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়ে যায়। তবে আগের তুলনায় এবার খুব বেশি রেমিট্যান্স আসেনি।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী,  এ ২৯ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৫৪ কোটি ৯৮ লাখ ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ২২ কোটি ৭৫ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে কোটি লাখ মার্কিন ডলার ও বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৭৪ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

গত মাস জানুয়ারি মাসে ২১০ কোটি মার্কিন ডলার এবং ফেব্রুয়ারি মাসে ২১৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল দেশে। 

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর