২২ দি‌নের রেমিট্যান্স সাড়ে ১৫ হাজার কো‌টি টাকা

নিজস্ব প্রতিবেদক
২৪ মার্চ ২০২৪

চলতি মার্চ মাসের প্রথম ২২ দিনে  ব্যাংকিং চ্যানেলে ১৪১ কোটি ৪৪ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে দেশে। এর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে বেসরকারি ব্যাংকের মাধ্যমে। সোমবার ( ২৪ মার্চ) বাংলাদেশ ব্যাংকের এ সংক্রান্ত হালনাগাদ পরিসংখ্যানে তথ্য জানা গেছে।

এ ২২ দিনে আসা রেমিট্যান্সকে বাংলাদেশি মুদ্রায়  বিনিময় করলে ((প্রতি ডলার ১১০ টাকা রে) টাকার পরিমাণ দাঁড়ায় ১৫ হাজার ২০৮ কোটি টাকা। প্রতি বছর রমজান মাস ও ঈদ ঘিরে অন্যান্য মাসের তুলনায় বেশি  রেমিট্যান্স আসে দেশে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ ২২ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১২০ কোটি ৪৮ লাখ ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১৮ কোটি ২৫ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে দুই কোটি ১৫ লাখ মার্কিন ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৫৭ লাখ ১০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

গত জানুয়ারিতে ২১০ কোটি মার্কিন ডলার ও ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল দেশে। আর গত অর্থবছরে পুরো সময় মিলে রেমিট্যান্স এসেছে দুই হাজার ১৬১ কোটি সাত লাখ মার্কিন ডলার।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে

 


মন্তব্য
জেলার খবর