১৫ দি‌নে রেমিট্যান্স এসেছে ১১ হাজার কো‌টি টাকা

নিজস্ব প্রতিবেদক
১৮ মার্চ ২০২৪

চলতি মার্চ মাসের প্রথম ১৫ দিনে ১০১ কোটি ৮৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে দেশে। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১১০ টাকা রে) বিনিময় করলে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ১১ হাজার কোটির বেশি টাকা।

সোমবার ( ১৮ মার্চ) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে তথ্য জানা গেছে। প্রাপ্ত তথ্য বলছে, ১৫ দিনের এ রেমিট্যান্সের মধ্য ঊর্ধ্বক্রম অনুযায়ী, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৮৭ কোটি ২০ লাখ ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১২ কোটি ৮২ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এক কোটি ৫৫ লাখ মার্কিন ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৩২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার  এসেছে।

গত জানুয়ারিতে ২১০ কোটি মার্কিন ডলার এবং ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স আসে দেশে।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে

 


মন্তব্য
জেলার খবর