পণ্যের দাম নিয়ন্ত্রণে সমন্বয়হীনতার কোনো অভাব নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
১৭ মার্চ ২০২৪

পণ্যের দাম নিয়ন্ত্রণে সমন্বয়হীনতার কোনো অভাব নেই বলে জানিয়েছেন সরকারের বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বলেছেন, একটা জিনিস যৌক্তিক পর্যায়ে নির্ধারণ করার সঙ্গে সঙ্গে বাস্তবায়ন করা যায় না। আগে এটা নির্ধারণ করা জরুরি ছিল। এখন সমন্বিতভাবে কৃষি বিপণন অধিদপ্তর, ভোক্তা অধিদপ্তর, ইউএনও, ডিসি- সবাই মিলে সমন্বয় করবে। এটা একটা যৌক্তিক পর্যায়ে চলে আসবে বলে আশা করছি।

 

রোববার (১৭ মার্চ) ঢাকার টিসিবি ভবনে  এক আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এ অনুষ্ঠান হয়।

প্রতিমন্ত্রী বলেন, কৃষি বিপণন অধিদপ্তরের নিজস্ব জেলা, উপজেলা এবং কেন্দ্রীয় পর্যায়ে কমিটি আছে। আমরা বাজার মনিটরিং করি,  আমরা সমন্বয় করে মনিটরিং শুরু করব।

প্রাইস ডিসকভারিটা হুট করে হয় না উল্লেখ করে প্রতিমন্ত্রী টিটু জানান,  আমাদের দায়িত্ব হবে উৎপাদক পর্যায়ে থেকে পাইকারি এবং  খুচরা পর্যায় পর্যন্ত বাজার মনিটরিং করা।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর