দু’দিনে ৪০০ মেট্রিক টন আলু আমদানি

নিজস্ব প্রতিবেদক
১৬ মার্চ ২০২৪

বাজারদর নিয়ন্ত্রণে ভারত থেকে দু’দিনে ৪০০ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে। যশোরের বেনাপোল বন্দর দিয়ে এ আলুর চালান বাংলাদেশে এসেছে। প্রতি মেট্রিক টন আলুর আমদানি খরচ পড়েছে ১৯৪ মার্কিন ডলার।

আলু আমদানির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আজিজ খান।

ভারতের পেপসিকো ইন্ডিয়া হোল্ডিংস প্রতিষ্ঠান থেকে ইন্টিগ্রেটেড ফুড অ্যান্ড বেভারেজ এ আলু আমদানি করেছে। আলুর চালান বন্দর থেকে খালাস করতে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছে ট্রান্সমেরিন সিঅ্যান্ডএফ এজেন্ট নামে একটি প্রতিষ্ঠান।

আলুর মান পরীক্ষা শেষে আলুর চালানটি খালাস হবে। আগামী রোববার খালাস হতে পারে। সংশ্লিষ্ট সূত্রে এসব বিষয় জানা গেছে।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে

 

 

 


মন্তব্য
জেলার খবর