বেড়ে যাওয়া দামে ভোক্তারা কেনে বলেই দাম বৃদ্ধি পায়

নিজস্ব প্রতিবেদক
১৩ মার্চ ২০২৪

বাজারে পণ্যের দাম বাড়লে ভোক্তারা বেড়ে যাওয়া দামে কেনে বলেই দাম বৃদ্ধি পায় বলে মন্তব্য করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান। বেগুনের দাম বেড়ে যাওয়ায়, বেগুনির অপকারিতার কথা তুলে ধরে এবার ইফতারে বেগুনি খাওয়া বাদ দেওয়ার পরামর্শ দেন তিনি।  পাশাপাশি বাজারে অস্থিরতার জন্য বাজার কমিটিকেই দায়ী করেন তিনি।

বুধবার (১৩ মার্চ) ঢাকার কারওয়ানবাজারে ডিম মুরগি বিক্রি কার্যক্রমের উদ্বোধন শেষে এ নিয়ে কথা বলেন ভোক্তার ডিজি। এএইচএম সফিকুজ্জামান বলেন, বেগুন কেনা একটু সীমিত করে দিলে, যে বেগুন ১০০ টাকা হয়েছে, পর দিনই সেটা ৪০ টাকায় পাওয়া যাবে। ১০০ টাকায় বিক্রি হলেও ভোক্তারা কেনে বলেই  দাম বৃদ্ধি পায়।

ভোক্তার ডিজি বলেন, ইফতারে তেলে ভাজা বেগুনি কোনোভাবেই স্বাস্থ্যসম্মত নয়। সব ডাক্তারকে জিজ্ঞেস করলে বেগুনি না খাওয়ার পরামর্শ দেবেন। গণমাধ্যমগুলো ইফতারের পসরা প্রচার করে, সেখানে বেগুনি দেখানো হয়; যে পরিমাণ ধুলোবালি সেখানে পড়ে, সেটা কোনোভাবেই স্বাস্থ্যসম্মত নয়।

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর