রমজানে পুঁজিবাজারে লেনদেন এক ঘণ্টা কম হবে

নিজস্ব প্রতিবেদক
০৭ মার্চ ২০২৪

রমজান মাসের জন্য শেয়ারবাজারে লেনদেনের নতুন সূচি নির্ধারণ করা হয়েছে। এতে লেনদেন সময়কাল এক ঘণ্টা কমেছে। সকাল ১০টা থেকে শুরু করে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত লেনদেন চলবে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বিজ্ঞপ্তিতে জানানো হয়,  দাপ্তরিক কাজে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিস খোলা থাকবে।

রমজান মাস এবং ঈদুল ফিতরের ছুটির পর অফিস লেনদেন সূচি স্বাভাবিক সময়ে ফিরে যাবে। বছরের অন্যান্য সময় সাধারণত পুঁজিবাজারের লেনদেন চলে সকাল ১০টা থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত। আর অফিস চলে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর