রমজানে ব্যাংকে লেনদেনের সময় নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক
০৫ মার্চ ২০২৪

দেশে রমজান মাসের জন্য ব্যাংক লেনদেনের নতুন নির্ধারণ করে দেওয়া হয়েছে। নতুন সময়ে লেনদেন শুরু হবে সকাল সাড়ে ৯টায়। জোহরের নামাজের বিরতি ছাড়া চলবে দুপুর আড়াইটা পর্যন্ত।

জোহরের নামাজের জন্য সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে। মঙ্গলবার ( মার্চ) সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করছে বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লেনদেন বন্ধ থাকলেও নামাজের বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে। রমজান মাস শেষ হওয়ার পর আগের  অবস্থায় লেনদেন সময় ফিরে আসবে।

বিডি২৪অনলাইন/ই/এমকে

 


মন্তব্য
জেলার খবর