দাম কমছে জ্বালানি তেলের

নিজস্ব প্রতিবেদক
০৪ মার্চ ২০২৪

নতুন ফর্মুলায় দেশে জ্বালানি তেল পেট্রোল-ডিজেলের দাম সমন্বয় করবে সরকার। বিশ্ব বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে সমন্বয় করায় দাম কমতে পারে। চলতি সপ্তাহেই এ বিষয়ে ঘোষণা আসতে পারে। বিষয়টি এখন প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় আছে।

জ্বালানি তেল সমন্বয়ের বিষয়টি জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রোববার ( মার্চ) ঢাকায় সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ প্রসঙ্গে কথা বলেন তিনি।

 

প্রতিমন্ত্রী জানান, আমরা চাচ্ছি- প্রতি মাসে প্রাইসিংয়ের অ্যাডজাস্টমেন্ট হোক। মাসে প্রাইসিংয়ের অ্যাডজাস্টমেন্ট শুরু করতে পারলে জ্বালানি তেলের দাম কিছুটা সাশ্রয় হবে বলে আশা করছি।

নসরুল হামিদ বলন, সামেনে যদি দেখি বিশ্ববাজারে জ্বালানির দাম কিছুটা সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে... তাহলে প্রাইস অ্যাডজাস্টমেন্ট হবে। আবার বিশ্ববাজারে যখন বাড়বে, তখন সেখানেও একটা অ্যাডজাস্টমেন্ট হবে। সেভাবেই আমরা চাচ্ছি।

কোন তেলের দাম সবচেয়ে বেশি কমতে পারেএ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মেইন টার্গেট ডিজেল। এটা বেশি ব্যবহার হয়; সেচে, ট্রান্সপোর্টগুলোতে ব্যবহার হয়। সাধারণ মানুষ যেন সুফল ভোগ করতে পারে, জিনিসটা চাচ্ছি আমরা।

জ্বালানি তেলের দাম কমলে জ্বালানি তেলের সঙ্গে যেসব খাত জড়িত, তাদেরও সমন্বয় করতে হবে বলে জানান প্রতিমন্ত্রী। বলেন, যেসব সংস্থা তাদের তদারকির দায়িত্বে আছে, তাদেরও বিষয়টি নিয়মের মধ্যে নেওয়া উচিত। জ্বালানি তেলের দাম কমলে গণপরিবহনসহ সব ধরনের পরিবহন ভাড়া কমবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর