ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ দেশে আসছে

নিজস্ব প্রতিবেদক
২৪ ফেব্রুয়ারী ২০২৪

ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ দেশে আসছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী . হাছান মাহমুদ। বলেছেন, রোজার আগেই কিছু পেঁয়াজ বাজারে ঢুকবে। সিন্ডিকেটের বিরুদ্ধে সরকার সব ব্যবস্থা গ্রহণ করবে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তার আগে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণের এলডি হল চত্বরে এক অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে বক্তৃতা  করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাজারে লোভাতুর সিন্ডিকেট কারণে-অকারণে নানা অজুহাতে বিভিন্ন পণ্যের দাম বাড়ায়। সরকারকে যারা টেনে নামাতে চায়, সিন্ডিকেটের সঙ্গে তারাও যুক্ত।

মন্ত্রী হাছান মাহমুদ জানান, এর আগে কোল্ড স্টোরেজের ভেতর থেকে দেড় লাখ ডিম উদ্ধার করা হয়েছে। পেঁয়াজের সংকটের মধ্যে বিদেশ থেকে পেঁয়াজ আমদানির পর বাজার পেঁয়াজে সয়লাব হয়ে গেছে, স্টোরেজে মজুত রাখা পচা পেঁয়াজ ফেলে দেওয়া হয়েছে। ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে সরকার সব ব্যবস্থা গ্রহণ করবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কেবল পাইকারি বিক্রেতা না, খুচরা বিক্রিতাদের মধ্যেও একটু বেশি মুনাফা করার প্রবণতা দেখা দিয়েছে। এর বিরুদ্ধে জনগণকে সচেতন হতে হবে। সরকারও সর্বাত্মক ব্যবস্থা নেবে।

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর