লিটারে ১০ টাকা কমলো সয়াবিনের দাম

নিজস্ব প্রতিবেদক
২০ ফেব্রুয়ারী ২০২৪

দেশের বাজারে ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১০ টাকা কমানো হয়েছে। আগামী মার্চ থেকে দাম কার্যকর হবে। তবে আপাতত পাম তেলের দাম কমানো হয়নি।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু সাংবাদিকদের তথ্য জানান।

তার আগে দ্রব্যমূল্য বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্সের সভায় সিদ্ধান্ত হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বাণিজ্য প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রীর দেওয়া তথ্যমতে, নতুন দরে এক লিটারের বোতলজাত সয়াবিনের দাম পড়বে ১৬৩ টাকা, আর খোলা সয়াবিনের দাম ১৪৯ টাকা।

লিটারের বোতলজাত সয়াবিন ৮০০ টাকায় বিক্রি হবে। বর্তমানে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৭৩ টাকা।

 

প্রতিমন্ত্রী জানান, পাম অয়েল বোতল আকারে আসে না। প্রথমবারের মতো আন্তর্জাতিক বাজারে এখন পাম আয়েলের দাম সয়াবিনের থেকে বেশি। তাই এটা এখন পুনর্র্নিধারণ করতে গেলে সেটা ভোক্তাদের জন্য বুমেরাং হয়ে যাবে।

ট্যারিফটা ১৫ তারিখ পর্যন্ত কার্যকর থাকবে। এরপর প্রতিমাসে সংশ্লিষটদের সঙ্গে বসে দাম রেগুলার বেসিসে পুনর্র্নিধারণ করে দেওয়া হবে। কারণ ব্যবসায়ীরা ব্যবসা না করতে পারলে পণ্যের সরবরাহে সংকট দেখা দেবে- জানান প্রতিমন্ত্রী টিটু।


মন্তব্য
জেলার খবর