বাংলাদেশসহ কয়েক দেশে পেঁয়াজ রফতানি করবে ভারত

নিজস্ব প্রতিবেদক
১৯ ফেব্রুয়ারী ২০২৪

বাংলাদেশসহ আরও কয়েকটি দেশে পেঁয়াজ রফতানি করবে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) ভারতের দৈনিক ইকোনমিক টাইমস এ খবর প্রকাশ করেছে।

সংশ্লিষ্ট ভারতীয় এক কর্মকর্তার বরাত দিয়ে খবরে বলা হয়েছে- দ্বিপাক্ষিক উদ্দেশে সীমিত পরিমাণে পেঁয়াজ রফতানির অনুমতি দিয়েছে ভারত সরকার।

তবে পেঁয়াজ রফতানি সংক্রান্ত আরোপিত নিষেধাজ্ঞা পুরোটা প্রত্যাহারের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি নয়াদিল্লি।

 কী পরিমাণ পেঁয়াজ রফতানির অনুমতি দেওয়া হয়েছে, সেই বিষয়ে বিস্তারিত কোনও তথ্য ওই কর্মকর্তা জানাতে পারেননি।

পেঁয়াজ রফতানির অনুমতির তালিকায় থাকা দেশ হলো- নেপাল, ভুটান, বাহরাইন এবং মৌরিশাস।

এর আগে পবিত্র রমজান মাসে দেশের বাজারে মূল্য নিয়ন্ত্রণে রাখতে নির্দিষ্ট পরিমাণে পেঁয়াজ চিনি রফতানি সংক্রান্ত বিষয়ে ভারতের কাছে চিঠি পাঠায় বাংলাদেশ।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর