নিষ্ক্রিয় হয়ে বসে নেই, যা করণীয় অবশ্যই করা হচ্ছে : কাদের

নিজস্ব প্রতিবেদক
১৯ ফেব্রুয়ারী ২০২৪

দেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার সক্রিয় আছে, সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন- সরকার নিষ্ক্রিয় হয়ে বসে নেই, যা করণীয় অবশ্যই করা হচ্ছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে  এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। দ্রব্যমূল্য বাড়ছে, সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ- বিএনপির এমন দাবির পরিপ্রেক্ষিতে এ বিষয়ে কথা বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, কিছু কিছু জিনিসপত্রের দাম বৃদ্ধি পেলেও কিছুকিছুর দাম কমতির দিকে। চিরদিনই বাজারে ওঠানামা আছে। বিশ্ব প্রতিক্রিয়ায় দ্রব্যমূল্য বাড়ছে। সরকার এখানে কোনো উদাসীনতা দেখায়নি বলেও জানান তিনি।

দ্রব্যমূল্য নিয়ে বিএনপি নেতাদের বক্তব্য প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, বিরোধী দলের এখন কিছু নেই- জনগণ নেই, তাদের কর্মীরাও নেই। এখন কিছু না কিছু জনগণ কর্মীদের সামনে বলতে হবে। তাই কথামালার চাতুরি করছে বলেও জানান ওবায়দুল কাদের।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, মির্জা আজম, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে

 


মন্তব্য
জেলার খবর