হতাশা শিল্প ও সেবায়

নিজস্ব প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারী ২০২৪

দেশের কৃষিতে উৎপাদন বাড়লেও উল্লেখযোগ্য হারে কমেছে শিল্প সেবা খাতে। আর শিল্প সেবা খাতে প্রবৃদ্ধি কমায় জিডিপি প্রবৃদ্ধির হার কমেছে।

গত অর্থবছর (২০২২-২৩) শেষে  মোট দেশজ উৎপাদন (জিডিপি) দাঁড়িয়েছে দশমিক ৭৮ শতাংশে। অথচ এ প্রবৃদ্ধি দশমিক শতাংশের মধ্যে রাখার লক্ষ্যমাত্রা ছিল।

তথ্য প্রকাশ পেয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জিডিপির হালনাগাদ প্রতিবেদনে। বিবিএস’র হিসাবে, গত অর্থবছরে কৃষিতে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে দশমিক ৩৭ শতাংশ।  এর আগের অর্থবছরে (২০২১-২২) এ খাতে প্রবৃদ্ধি ছিল দশমিক শূন্য শতাংশ।

কৃষি খাতের বিপরীতে শিল্প খাতে গত অর্থবছরে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে দশমিক ৩৭ শতাংশ। এর আগের অর্থবছরে এ খাতের প্রবৃদ্ধি ছিল দশমিক ৮৬ শতাংশ। একইভাবে সেবা খাতেও প্রবৃদ্ধি কমে দশমিক ৩৭ শতাংশে দাঁড়িয়েছে গত অর্থবছরে। এ খাতের প্রবৃদ্ধি তার আগের অর্থবছরে ছিল দশমিক ২৬ শতাংশ।

চলতি অর্থবছরে (২০২৩-২৪) জুলাই-সেপ্টেম্বর মাস পর্যন্ত জিডিপি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে দশমিক শূন্য শতাংশে। গত অর্থবছরে এ সময়ে  প্রবৃদ্ধি ছিল দশমিক ৭৬ শতাংশ।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর