কারসাজি ঠেকাতে ঢেলে সাজানো হচ্ছে বাজার ব্যবস্থাপনা

নিজস্ব প্রতিবেদক
১৫ ফেব্রুয়ারী ২০২৪

দেশের বাজার ব্যবস্থাপনা ঢেলে সাজাতে চাচ্ছে সরকার। এতে ভোক্তা থেকে উৎপাদক পর্যায়ে কারসাজি ঠেকানো যাবে। বাজারের পণ্যের দাম লেখা থাকবে ওয়েবভিত্তিক। কোন বাজারে কী দাম, সেটা উল্লেখ থাকবে এখানে। ফলে কম-বেশি করে নেওয়ার সুযোগ থাকবে না। আগামী মার্চ থেকে পরিবর্তন দেখা যাবে। বিষয়টি জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) ত্রৈমাসিক মধ্যাহ্নভোজ সভায় এ বিষয়ে কথা বলেন প্রতিমন্ত্রী। এমসিসিআই সভাপতি কামরান তানভিরুর রহমানের সভাপতিত্বে সভায় দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর চেয়ারম্যান, সিইসহ দেশের শীর্ষ ব্যবসায়ী ব্যবসায়ীরা নেতারা উপস্থিত ছিলেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, বাজার ব্যবস্থাপনা ঢেলে সাজাতে কৃষি, খাদ্য বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মিলিত পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভোক্তা থেকে উৎপাদক পর্যায়ে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে। পলিসি বা ভোক্তা অধিদফতর দিয়ে হয়রানি নয়, বরং সরবরাহ যথেষ্ট রাখা হবে।

আগামী মাস থেকেই চালের বস্তায় লেবেল থাকবে। লেবেলে ধানের উৎপাদনের বছর তারিখ, উৎপাদন মূল্য, পাইকারি মূল্য, খুচরা মূল্য উল্লেখ থাকবে। এখানে দাম বাড়িয়ে লেখার কোনো সুযোগ থাকবে না।

প্রতিমন্ত্রী বলেন, কারওয়ান বাজারে ৮০ টাকার একটা পণ্যের দাম ১০০ টাকা হয়ে গেলে সেটা মোহাম্মদপুর বাজারেও ১০০ টাকা হয়ে যায়। অথচ দাম কমলে নানা অজুহাতে সেটা কমাতে সময়ক্ষেপণ করা হয়। ওয়েবভিত্তিকের কারণে আগামী এক তারিখ থেকে সে সুযোগ থাকবে না।

প্রতিমন্ত্রী টিটু জানান, পুলিশিং বা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর দিয়ে বাজার ব্যবস্থাপনা করতে চায় না সরকার। পণ্যের সাপ্লাই যেন যথেষ্ট থাকে, বাজারে যেন কেউ ম্যানুপুলেট করতে না পারে- সে ব্যবস্থা করা হবে। নিয়মিত বাজার মনিটরিং সরবরাহ ঘাটতি ঠেকাতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। মুক্তবাজার অর্থনীতিতে ভোক্তার নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয় তৎপর বলেও জানান তিনি।

রমজানে দ্রব্যমূল্য প্রসঙ্গে টিটু বলেন- দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, পণ্য সরবরাহ, বাজার মনিটরিংসহ নানামুখী পদক্ষেপ থাকবে। এসব পদক্ষেপের ফলে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে। তাছাড়া রমজান উপলক্ষে টিসিবির মাধ্যমে এক কোটি প্রান্তিক পরিবারকে চাল, ডাল, তেল, খেজুরসহ পাঁচ ধরনের পণ্য সরবরাহ করবে সরকার। ফলে সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর