৮৭.৭০ শতাংশ অর্জন হয়েছে রাজস্ব

নিজস্ব প্রতিবেদক
১২ ফেব্রুয়ারী ২০২৪

চলতি অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত লক্ষ্যমাত্রার ৮৭.৭০ শতাংশ অর্জিত হয়েছে রাজস্ব আদায়। আর লক্ষ্যমাত্রা অনুযায়ী ২৩ হাজার ২২৭.১৯ কোটি টাকা ঘাটতি রয়েছে কর রাজস্ব।

দ্বাদশ জাতীয় সংসদের চলমান অধিবেশনে সোমবার (১২ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রশ্নের উত্তরে এ কথা জানান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।  স্পিকার . শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে  আওয়ামী লীগের সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল প্রশ্নটি করেন।

অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে (২০২৩-২৪) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (জাতীয় রাজস্ব বোর্ড অংশ) রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা লাখ ৩০ হাজার কোটি টাকা এবং স্ট্যাম্প শুল্ক বাবদ ১৩ হাজার ৬১৭.৫৭ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগে মোট রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারিত আছে লাখ ৪৩ হাজার ৬১৭.৫৭ কোটি টাকা।

মন্ত্রী সংসদকে জানান, চলতি অর্থবছরে ডিসেম্বর পর্যন্ত কর রাজস্ব (জাতীয় রাজস্ব বোর্ড অংশ) লাখ ৬৫ হাজার ৬২৯.৭৫ কোটি টাকা এবং স্ট্যাম্প শুল্ক খাতে হাজার ৬২৬ কোটি টাকা রাজস্ব আদায় করা হয়েছে।

 

বিডি২৪অনলাইন২৪অনলাইন/ই/এমকে

 


মন্তব্য
জেলার খবর