নওগাঁ-২ আসনে ভোট গ্রহণ শুরু

আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধি
১২ ফেব্রুয়ারী ২০২৪

ছবি- প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া নওগাঁ- (ধামইরহাট পত্নীতলা) আসনের ভোটগ্রহণ সোমবার (১২ ফেব্রুয়ারি) শুরু হয়েছে। সকাল ৮টা হতে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে প্রয়োজনীয় সংখ্যক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছাড়াও পুলিশ, আনসার, পুলিশের মোবাইল টিম, স্ট্রাইকিং টিম কাজ করছে।

আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৫৬হাজার ১৩২জন। ১২৪ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হচ্ছে। ১২৪ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৭০৬ জন সহকারী-প্রিজাইডিং কর্মকর্তাসহ, ১ হাজার ৪১২ জন পোলিং কর্মকর্তা ভোট গ্রহণের দায়িত্ব পালন করছেন।

জেলা নির্বাচন অফিসার তারিফুজ্জামান বলেন, এখন পর্যন্ত কোথাও কোন অপ্রতিকর ঘটনা ঘটেনি, শান্তিপূর্নভাবে ভোট গ্রহণ চলছে। আশা করছি শান্তিপূণভাবে নির্বাচন সম্পন্ন হবে।

আসনে নির্বাচনী মাঠে লড়ছেন ৪জন প্রার্থী। এরা হলেন- আওয়ামী লীগ সমর্থিত (নৌকার প্রতীক নিয়ে) শহীদুজ্জামান সরকার, স্বতন্ত্র (ট্রাক প্রতীক) প্রার্থী ইঞ্জিনিয়ার আখতারুল আলম, জাতীয় পার্টির মনোনীত (লাঙ্গল প্রতীক) প্রার্থী অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন এবং ঈগল প্রতীক নিয়ে লড়ছেন মেহেদী মাহমুদ রেজা।

উল্লেখ্য, জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট হয়। কিন্তু নওগাঁ- আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুর কারণে আসনে ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)

 

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর