নতুন দাম নির্ধারণ হচ্ছে তেল-চিনির

নিজস্ব প্রতিবেদক
০৮ ফেব্রুয়ারী ২০২৪

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে চাল, ভোজ্যতেল, চিনি খেজুরের ওপর শুল্ক কর শতাংশ থেকে সর্বোচ্চ ৪৭ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। এদিকে শুল্ক কমানোয় আগামী সপ্তাহের মধ্যে ভোজ্যতেল চিনির নতুন দাম নির্ধারণ হবে। নতুন দাম নির্ধারণের কথা সাংবাদিকদের জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

 

বৃহস্পতিবার ( ফেব্রুয়ারি) ঢাকায় সচিবালয়ে তার দফতরে এ নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন বাণিজ্য প্রতিমন্ত্রী। শুল্ক সুবিধা সাধারণ ভোক্তা পর্যায়ে পৌঁছে দিতে ট্রানজিটে থাকা পণ্য দ্রুত খালাস বাজারজাত করতে উৎপাদনকারী আমদানিকারকদের প্রতি এ সময় আহবান জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী টিটু জানান, তেল এবং চিনির মূল্য নির্ধারণ করে ট্যারিফ কমিশন। নতুন শুল্কের প্রভাব অনুযায়ী যৌক্তিক পর্যায়ে দাম নির্ধারণ করতে দ্রুততম সময়ের মধ্যে আমদানিকারক এবং উৎপাদনকারীদের সঙ্গে বসবো আমরা। রমজান উপলক্ষে সেই দামে বিক্রি হবে।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর