ভেতরে ভেতরে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক
০১ ফেব্রুয়ারী ২০২৪

দেশে জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বাড়ছে উল্লেখ করে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলের জিএম কাদের বলেছেন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে কষ্টে থাকায় ভেতরে ভেতরে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। এ বিষয়ে কোনো ব্যবস্থাই কাজ করছে না সরকারের।

বৃহস্পতিবার ( ফেব্রুয়ারি) রংপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। জাতীয় পার্টি থেকে নির্বাচিত ১১ সংসদ সদস্যদের নিয়ে জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকে সঙ্গে আলাপ করেন তিনি।

জাপা চেয়ারম্যান বলেন,  দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি খুব খারাপ। যেভাবে সাধারণ মানুষের আয় কমছে, সেভাবে দাম কমছে না জিনিসপত্রের। মানুষ কষ্টে আছে। দেশে রাজনৈতিক অস্থিরতা চোখে না পড়লেও ভেতরে ভেতরে অস্থিরতা রয়েছে। নিত্যপণ্যের দাম সহনীয় করতে না পারলে সামনের দিনগুলো সরকারের সুখকর হবে না বলেও মনে করছেন তিনি।

 

বিডি২৪অনলাইন/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর