কোনো দেশপ্রেমিক দল চাঁদাবাজ হয়ে ৫ তারিখের পর আবির্ভূত হয়নি বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন, প্রশাসনিক ক্যু করার চেষ্টা করছেন।
সোমবার (১ ডিসেম্বর) খুলনা মহানগরীর শিববাড়ী বাবরী চত্বরে জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত ৮ দলের বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন জামায়াতের আমির।
ডা. শফিকুর রহমান বলেন, আগামী নির্বাচনে ছলে-বলে কৌশলে, কেউ কেউ বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জাল বুনছেন। জনগণ ভোট দিক আর না দিক ক্ষমতায় যেতে হবে। তিনি বলেন- বন্ধুগণ, বেলা শেষ; দিনও শেষ। সূর্যও ডুবে গেছে। এ বাংলাদেশে এটা হবে না, আমরা হতে দেব না ইনশাআল্লাহ।
দিশাহারা, হতাশ, ক্ষব্ধ হয়ে চোরা গলিতে কেউ যদি হাটার চিন্তা করেন, তাহলে প্রয়োজনে আরেকটা ৫ আগস্ট অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যেই ৫ আগস্ট সন্ত্রাসকে, ফ্যাসিস্টবাদকে তাড়িয়ে দিয়েছিল, সেই ৫ আগস্ট প্রয়োজনে আবার রুখে দেবে ইনশাআল্লাহ- যোগ করেন জামায়াতের আমির।
দেশে চাঁদাবাজি ও দুর্নীতি অব্যাহত রয়েছে উল্লেখ করে জামায়াতের আমির বলেন, ৫ আগস্টের বিপ্লবের পরের দিন থেকে একটা গোষ্ঠী নিজেদের কপাল, কিসমত গড়তে দেশের জনগণের ওপর ঝাঁপিয়ে পড়েছে। এখন চাঁদাবাজদের দৌরাত্ন্যে সমাজ জীবন অতিষ্ঠ, তটস্থ। ত্রাহি ত্রাহি অবস্থা। বিনিয়োগকারী, শিল্পপতি, ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী কেউ শান্তিতে নেই। আগের চেয়ে চাঁদার রেট বেড়ে গেছে বলে তারা সবাই বিষাক্ত নিশ্বাস ফেলেন। তারা বলেন, আগেও ভালো ছিলাম না, এখন আরও খারাপ।
বিডি২৪অনলাইন/আরডিএন/এমকে