ঢাকার মানুষের যাতায়াতে যুগান্তকারী ভূমিকা পালন করছে মেট্রোরেল। তাই সরকারের ৪০ কোটি টাকার মতো লস হলেও মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) কারণ ও লসের কথা উল্লেখ করে ভ্যাট প্রত্যাহারের বিষয়টি জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব জানান, উপদেষ্টা পরিষদের সভায় ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। সভায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্ব করেন। প্রেস সচিব আরও জানান, রমজানে মুসলমান ভাই বোনরা অনেকেই খেজুর দিয়ে তাদের ইফতারিটা করেন। খেজুরের ওপর ট্যাক্স ইনসিডেন্স ছিল প্রায় ৫২%। সেটাকে কমিয়ে ৪০% এর মতো করা হয়েছে। খেজুরের একটা কাস্টমস ডিপি ছিল ২৫%, সেটা এখন ১৫% কমানো হয়েছে। এই দুইটা ছিল ট্যাক্সের ইস্যু।
বিডি২৪অনলাইন/ইএম/এমকে