অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে সচিবালয়ে অবরুদ্ধ করে রেখেছেন নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীরা। ২০ শতাংশ ভাতার দাবিতে বুধবার (১০ ডিসেম্বর) দুপুরের পর থেকেই সচিবালয়ের ১১ নম্বর ভবনের চতুর্থ তলায় উপদেষ্টার দপ্তরের সামনে অবস্থান নেন তারা। কর্মকর্তা-কর্মচারীরা বলেন, আমাদের জন্য জিও না করা পর্যন্ত সচিব বা উপদেষ্টা কেউই বের হতে পারবেন না।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে গেটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আন্দোলনকারীরা জানান, এর আগে রেশনের দাবিতে অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করেছিলেন তারা। তখন আশ্বাস দেওয়া হলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। তাছাড়া সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ্য ভাতা চালুর ঘোষণাও কার্যকর হয়নি। নতুন পে-কমিশন গঠিত হলেও বর্তমান সরকার সেটা বাস্তবায়ন করবে না। এসব কারণে আজকের অবরুদ্ধ কর্মসূচি। সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি বাদিউল কবিরের নেতৃত্বে এ অবরোধ চলছে বলে জানা গেছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে