দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, এ নির্বাচনের ভোটগ্রহণ করা হবে আগামী ১২ ফেব্রুয়ারি। ভোটগ্রহণের দিনেই জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫-এর ওপর গণভোট গ্রহণ করা হবে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সেই ভাষণে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার একযোগে তার ভাষণটি প্রচার করে।
তফসিল অনুযায়ী, নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ২৯ ডিসেম্বর। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাছাই হবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত। এর আগে বাছাই নিয়ে রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল করার শেষ দিন ১১ জানুয়ারি। আপিল নিষ্পত্তির তারিখ ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়সীমা হচ্ছে ২০ জানুয়ারি।
গত ৯ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছিলেন, আগামী জাতীয় নির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা হতে পারে। ওই দিন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনের বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করে নির্বাচন কমিশন। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পরে এদিনে নির্বাচনের তফসিল সংক্রান্ত সিইসির ভাষণ রেকর্ড করা হয়।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে