আগামীকাল শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে সারা দেশে ভোটের মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখবে নির্বাচন কমিশন। ভোটগ্রহণের ২ দিন পর পর্যন্ত মাঠে থাকবেন তারা। নির্বাচনি আচরণবিধি প্রতিপালনার্থে প্রতি উপজেলা/থানায় ন্যূনতম দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন (ইসি) থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। সেই চিঠি থেকেই মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিযুক্তের বিষয়টি জানা গেছে। চিঠিতে আরও বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান রয়েছে। মোবাইল কোর্ট আইন, ২০০৯–এর আওতায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের জন্য প্রতি উপজেলা/থানায় ন্যূনতম দুজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে