ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তফসিল আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর ঘোষণা হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ তফসিল ঘোষণা করবেন। তফসিল ঘোষণা উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি। বুধবার (১০ ডিসেম্বর) এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
এদিকে বুধবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন-পূর্ব প্রস্তুতি এবং অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা ও অবহিত করতে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যায় তারা। সেখানে রাষ্ট্রপতির কাছে ভোটের অগ্রগতি তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। এ সময় নির্বাচন সুষ্ঠু ও অর্থবহ করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে ইসি সচিব জানান, জাতীয় নির্বাচন ও গণভোট— কীভাবে করা হবে, ব্যালট পেপারগুলো কীভাবে তৈরি করা হচ্ছে, এগুলোর রং কী হবে, ব্যালট পেপার কীভাবে একজন ভোটারকে দেওয়া হবে, ভোট গণনার পদ্ধতি কী হবে— এগুলো বিস্তারিত জানতে চেয়েছেন রাষ্ট্রপতি। এ নিয়ে ইসির দিক থেকে বিস্তারিত জানানোর পর সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি। ভোটের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত যৌক্তিক হয়েছে জানিয়ে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন।
ওদিকে একজন নির্বাচন কমিশনার বলেছেন, ৮বা ১২ ফেব্রুয়ারি- যে কোনো একদিন ভোটগ্রহণের তারিখ থাকছে। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়। পরবর্তীতে গত বছরের ২১ নভেম্বর এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়। অন্তর্বর্তীকালীন সরকার অনেক আগেই জানিয়ে দিয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।