লটারিতে স্কুলে ভর্তির সুযোগ পেয়েছে ৩ লাখ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
১১ ডিসেম্বর ২০২৫

 

ডিজিটাল লটারির মাধ্যমে দেশের মোট ৩ লাখ হাজার ৪৯৯ শিক্ষার্থী সব সরকারি মহানগর-জেলা-উপজেলা সদরের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষে ভর্তির সুযোগ পেয়েছে।  এর মধ্যে সরকারি স্কুলের জন্য   লাখ হাজার ৫২১ জন এবং বেসরকারি স্কুলের জন্য ১ লাখ ৯৭ হাজার ৯৭৮ জন নির্বাচিত হয়েছে। বেসরকারি স্কুলগুলোর ১০ লাখের বেশি আসনের বিপরীতে আবেদন কম হওয়ায় প্রায় লাখ ৪৩ হাজার আসন ফাঁকা রয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঢাকার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ  লটারি হয়। লটারি শেষে  নির্বাচিত শিক্ষার্থীদের সংখ্যা ঘোষণা করেন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমিক শাখার উপপরিচালক ইউনুস ফারুকী।

ইউনুস ফারুকী জানান, নির্বাচিত শিক্ষার্থীরা ১৭ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি হতে পারবেন। লটারির ফল নির্ধারিত ওয়েবসাইটে এবং টেলিটক মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জানা যাবে। এখন দুটি অপেক্ষমাণ তালিকা প্রণয়নের কাজ শুরু হবে। ২২ থেকে ২৪ ডিসেম্বর প্রথম ওয়েটিং লিস্ট থেকে এবং ২৭ থেকে ৩০ ডিসেম্বর দ্বিতীয় ওয়েটিং লিস্ট থেকে ভর্তি করানো হবে। এবার সারা দেশে সরকারি ৬৮৯টি স্কুলে লাখ ২১ হাজার ৫৯৬টি আসনের বিপরীতে আবেদন করেছিল লাখ ১৯ হাজার ৮৫৮ জন শিক্ষার্থী।

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর