চলতি জানুয়ারি মাসের প্রথম ২৬ দিনে দেশে ১৭৭ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রার রেমিট্যান্স এসেছে দেশে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৯ হাজার ৪৪০ কোটি টাকা (প্রতি ডলার সমান ১১০ টাকা)। রোববার (২৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, গড়ে দৈনিক ৭ কোটি ৩৬ লাখ ডলার করে রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এ ২৬ দিনে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে, পরিমাণে ১৫৭ কোটি ৯৪ লাখ ডলার। এছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১৩ কোটি ৩৭ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ৮৯ লাখ ৫০ হাজার মার্কিন ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৫২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে ।
বিডি২৪অনলাইন/ই/এমকে