জিএম কাদের বিরোধী দলের নেতা, উপনেতা আনিসুল

নিজস্ব প্রতিবেদক
২৮ জানুয়ারী ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরকে বিরোধী দলের নেতা ও  জাপার আরেক এমপি আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধী দলের উপনেতা করা হয়েছে। রোববার (২৮ জানুয়ারি) জাতীয় সংসদ সচিবালয় মানব সম্পদ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি জানা গেছে।

গোলাম মোহাম্মদ কাদের রংপুর- আসন ও  চট্টগ্রাম- থেকে আনিসুল হক মাহমুদ নির্বাচিত সংসদ সদস্য নির্বাচিত হন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গোলাম মোহাম্মদ কাদেরকে জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ()() বিধি অনুযায়ী বিরোধীদলের নেতা এবংবিরোধীদলের নেতা এবং উপনেতা (পারিতোষিক বিশেষাধিকার) আইন,২০২১মোতাবেক আনিসুল হক মাহমুদকে বিরোধীদলের উপনেতা হিসেবে স্পিকার স্বীকৃতি দিয়েছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১টি সংসদীয় আসনে জয় পায় জাতীয় পার্টি। নির্বাচনে ২৬ আসনে জাপাকে ছাড় দিয়েছিল আওয়ামী লীগ। ওই আসনগুলোতে নৌকার কোনো প্রার্থী দেয়নি তারা।

বিডি২৪অনলাইন/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর