কালো পতাকা মিছিল করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
২৭ জানুয়ারী ২০২৪

আগামী ৩০ জানুয়ারি (মঙ্গলবার) দেশের সব  মহানগর, জেলা, উপজেলায় কালো পতাকা মিছিল করবে বিএনপি।  দ্বাদশ জাতীয় সংসদ বাতিল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) বিকালে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিল পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে এ ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় বর্তমান সরকাকে ডামি নয়, সমকামী সরকার আখ্যায়িত করেন তিনি।

 

সরকার জনগণের সরকার নয় উল্লেখ করে  গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, দেশের জনগণের বদলে অন্য রাষ্ট্রের সমর্থন নিয়ে সরকার গঠন করলে তাকে বৈধ সরকার বলা যায় না। সরকার চীন, ভারত, রাশিয়া সমর্থিত সরকার।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজধানীসহ সারাদেশে প্রথমবারের মতো শনিবার রাজনৈতিক কর্মসূচি হিসেবে কালোপতাকা মিছিল করেছে বিএনপি। সংক্ষিপ্ত সমাবেশ শেষে কালো পতাকা মিছিল শুরু হয়। মিছিলটি নাইটিঙ্গেল মোড় হয়ে ফকিরাপুল - আরামবাগ মোড় ঘুরে নয়াপল্টনে শেষ হয়।

 

বিডি২৪অনলাইন/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর