নির্বাচন পাতানো ছিল না, রণকৌশল নিতে হয়েছে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
১৭ জানুয়ারী ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পাতানো ছিল না। বিরোধীরা নির্বাচন বয়কট করায় জনগণের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে নতুন রণকৌশল নিতে হয়েছে।  এতে জনগণের অংশগ্রহণে নির্বাচন অবাধ, সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে।

নির্বাচন নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) বক্তব্যের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন  আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (১৭ জানুয়ারি) ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভার প্রারম্ভিক বক্তব্যে  প্রতিক্রিয়া জানায়। টিআইবি জানিয়েছে, এ নির্বাচন পাতানো ছিল। ২৯৯ আসনের মধ্যে ২৪১ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ছিল না।

ওবায়দুল কাদের আরও জানান, এবারে নামিদামি অনেক দেশ নির্বাচন পর্যবেক্ষণ করেছে। নির্বাচনের পর বিভিন্ন দেশ, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসও সরকারকে অভিনন্দন জানিয়েছে।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন নিয়ে এখন অনেকে অনেক কথাই বলবে। স্বতন্ত্র সংসদ সদস্য বড় অংশ। জনগণের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে রণকৌশল নিতে হয়েছে। এর সোনালি ফসল আমরা ঘরে তুলেছি। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। দেশে ভালো নির্বাচন করেছেন শেখ হাসিনা। নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করেছে। সরকারি দলের প্রার্থীকেও শোকজ করেছে তারা। গণতন্ত্রের জন্য শেখ হাসিনা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন  বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

 

বিডি২৪অনলাইন/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর