মির্জা ফখরুলের জামিন শুনানির পরবর্তী দিন ২২ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক
২০ নভেম্বর ২০২৩

ফাইল ছবি

প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুর সংক্রান্ত মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানির পরবর্তী দিন ২২ নভেম্বর ধার্য করেছেন আদালত।

সোমবার (২০ নভেম্বর) ঢাকার ১ম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সল আতিক বিন কাদেরের আদালতে তার জামিন শুনানির শুরুতেই সময় প্রার্থনা করে রাষ্ট্রপক্ষ। এরপর নতুন তারিখ দেন আদালত।  মির্জা ফখরুল এখন কারাগারে জেলহাজতে আছেন।

জানা গেছে, শুনানির শুরুতেই অসুস্থ জানিয়ে শুনানির জন্য সময় চান মহানগর পিপি অ্যাডভোকেট আব্দুল্লাহ আবু। সময় মির্জা ফখরুলের পক্ষ অর্ধশতাধিক আইনজীবী তার আবেদনের বিরোধীতা করেন। তারা ‍যুক্তি দেখান, জামিন শুনানিতে পিপির কোনো প্রয়োজন নেই। এরপর তারা আদালতের কাছে জামিন শুনানির জন্য প্রকাশ্যে তারিখ চান। এ নিয়ে আদালত কক্ষে মৃদু হট্টগোল সৃষ্টি হয়। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দিনের অন্য মামলা শুনানিতে বাধা দেন তারা। অবস্থায় কোনো সিদ্ধান্ত ছাড়াই ১০ মিনিট বিরতি দিয়ে এজলাস থেকে নেমে যান বিচারক। এরপর আগামী ২২ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য  করা হয়।

২৮ অক্টোবর মির্জা ফখরুলকে গুলশানে তার নিজ বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)

বিডি/আরডি/এমকে

 


মন্তব্য
জেলার খবর